Wednesday, December 25, 2024
Homeদেশপ্রকাশিত হচ্ছে ভারত-বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দিশালার পাখি।

প্রকাশিত হচ্ছে ভারত-বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দিশালার পাখি।

মোঃ নাফিউল ইসলামঃ

এবারে ভারত ও বাংলাদেশের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ভারতের স্বনামধন্য লেখক কবি শাহবাজ ও বাংলাদেশের কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান এর যৌথ কাব্যগ্রন্থ বন্দিশালার পাখি।

কবিতা বইটি পাওয়া যাবে ভারতের বইমেলাতে ও বাংলাদেশের অমর একুশে বই মেলায়। বই’টি প্রকাশিত হচ্ছে ভারতের স্বনামধন্য একটি প্রকাশনা থেকে। বন্দিশালার পাখি কাব্যগ্রন্থে কবি শাহবাজ পশ্চিমবঙ্গের তথা বাঙালি মধ্যবিত্ত পরিবারের এবং সাধারণ গরিব জনগণের দৈনন্দিন জীবনের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন।

তার সাথে নবীন পাঠক ও পাঠিকাদের রুচি সম্মত প্রেম ভালোবাসার ছন্দ দিয়ে প্রতিটি কবিতাকে প্রাণবন্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন এবং বাংলাদেশের কবি সাংবাদিক মশিউর রহমান বাংলাদেশের গ্ৰাম বাংলার এবং আধুনিক যুগের ছেলে মেয়েদের বাস্তবিক সমস্যা ও তার সমাধান তুলে ধরার চেষ্টা করেছে। তার সাথে মানব সম্পর্কে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করেছেন। শ্রদ্ধেয় গুরুজনদের প্রতি সম্মান ও সাম্প্রদায়িকতার মত সমকালীন সমস্যার সমাধান খোঁজে বের করার চেষ্টা করেছেন।

বন্দিশালার পাখি কাব্যগ্ৰন্থের মধ্য দিয়ে প্রকৃত মানব জীবন দর্শন এবং মানব প্রেমের বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কবি সাহিত্যিক শাহবাজ ও বাংলাদেশের কবি সাংবাদিক মোঃ মশিউর রহমান।

RELATED ARTICLES

Most Popular