Monday, January 13, 2025
Homeদেশনালিতাবাড়ীতে ইউএনওর সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা

নালিতাবাড়ীতে ইউএনওর সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে (শেরপুর): জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। সোমবার (৬ই জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় এসময় নালিতাবাড়ীর সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ও প্রেক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, সিনিয়র সাংবাদিক ও প্রেক্লাবের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক এম সুরুজ্জামান, সাংবাদিক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, মোজাহিদুল ইসলাম উজ্জল, অভিজিৎ সাহা, ক্লডিয়া নকরেক কেয়া। এসময় অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচয় পর্ব এবং বিভিন্ন বিষয়ে সংবাদকর্মীদের বক্তব্যের পরে তিনি জানান, নালিতাবাড়ী উপজেলাকে নিজের উপজেলা ভেবে উন্নয়ন মূলক সকল কাজে অংশগ্রহণ এবং সকলের সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

Most Popular