Monday, January 13, 2025
Homeদেশহরিণাকুণ্ডুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

হরিণাকুণ্ডুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি,বাল্য বিবাহ, যৌতুক, আত্মহত্যা,ডেঙ্গু, উন্নয়নমূলক কার্যক্রম ও উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদে।

উপজেলা নির্বাহী অফিসার বি. এম. তারিক উজ-জামান সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ঈশিতা আক্তার।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি) এম রউফ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসাইন, ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাসান মাস্টার, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছা ফরিদা ইয়াসমীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান। প্রাথমিক শিক্ষা অফিসার সুধাংশু কুমার, বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্তর বিতরণ করেন প্রধান অতিথি মহোদয়।

RELATED ARTICLES

Most Popular