Tuesday, December 24, 2024
Homeঅপরাধনীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ২১টি চুরি মামলার কুখ্যাত চোর গ্রেফতার

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ২১টি চুরি মামলার কুখ্যাত চোর গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত গরু চোর ও মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।

গ্রেফতারকৃত কুখ্যাত চোর, জলঢাকা উপজেলার ছিট মীরগঞ্জ বালাপাড়া এলাকার মো. ইউনুস আলীর ছেলে মো. ফরিদুল ইসলাম ওরফে ফজদুল ওরফে ফরহাদ (৪০)। শুক্রবার জলঢাকা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কুখ্যাত চোর ফরিদুলের বিরুদ্ধে ২১টি চুরি মামলা চলমান রয়েছে।

জানতে চাইলে, জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মো. মুক্তারুল আলম ভোরের কাগজকে জানান, ”জেলা পুলিশ সুপার গোলাম সবুর (পিপিএম) মহোদয়ের নির্দেশক্রমে ২১টি চুরি মামলার আসামী কুখ্যাত চোর ফরিদুল ইসলামকে জলঢাকা থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে খুটামারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES

Most Popular