Monday, December 23, 2024
Homeঅপরাধকুষ্টিয়ায় দেশীয় অস্ত্র গোলাবারুদ সহ সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আটক।

কুষ্টিয়ায় দেশীয় অস্ত্র গোলাবারুদ সহ সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আটক।


কুষ্টিয়া সদর মিরপুর উপজেলার বহুলবারীয়া এলাকায় মাদকবিরোধী অভিজানে গিয়ে দেশিয় অস্ত্র গোলাবারুদ সহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতাকে আটক করে পুলিশ।

(১৯শে এপ্রিল) বহুলবারীয়া এলাকায় খাদিমপুর একটি স্কুল মাঠ প্রাগন থেকে পিস্তল এবং চার রাউন্ড গুলি সহ আটক করা হয়।

আটক সোহেল রানা বিশ্বাস (৪৭) বহুলবারীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক (২০শে এপ্রিল) রোজ শনিবার দুপুর ১২ টায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ তার আটকের কথা নিশ্চিত করে।

মোস্তফা হাবিবুল্লাহ বলেন গোপন সংবাদের ভিওিতে গতকাল রাতে বহুলবারিয়া ইউনিয়নে অভিযানে যায় পুলিশ। ুরপর খাদিমপুর স্কুল মাঠ থেকে একটা পিস্তল ও চার রাউন্ড গুলি সহ আটক করা হয় সোহেল রানাকে। তার বিরুদ্ধে মিরপুর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে। তাকে গ্রেট করা হয়েছে আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হবে। সোহেল রানা বর্তমানে যুবলীগের কোন দায়িত্বে নেই বলে জানিয়েছেন কুষ্টিয়ার যুবলীগ সাধারণ সম্পাদক জিয়ারুল হক সপন, সোহেল রানা বর্তমানে যুবলীগের কমিটির কেউ না।

RELATED ARTICLES

Most Popular