Monday, December 23, 2024
Homeঅপরাধগাজীপুরস্থ বনাঞ্চলে জবরদখল উচ্ছেদ বে-আইনি লাইসেন্সধারী করাত কল আগামী ১৫ দিনের মধ্যে...

গাজীপুরস্থ বনাঞ্চলে জবরদখল উচ্ছেদ বে-আইনি লাইসেন্সধারী করাত কল আগামী ১৫ দিনের মধ্যে বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুর পরিবেশ আন্দোলন গাপার উদ্যোগে গাজীপুরস্থ বনাঞ্চলে জবরদখল উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন ও বে-আইনি লাইসেন্সধারী সহ সকল অবৈধ করাত কল আগামী ১৫ দিনের মধ্যে বন্ধের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন টি ২১ এপ্রিল সকাল ১১ টায় ঢাকা বন বিভাগ অধীনস্থ রাজেন্দ্রপুর রেঞ্জ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) সভাপতি ফ্রেডরিক মুকুল বিশ্বাস এর সভাপতিত্বে, তারেক রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গাজীপুর পরিবেশ আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মাস্টার, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও গাপার সদস্য মোঃ সাইফুল ইসলাম, গাপার সদস্য মোঃ এনামুল হক গাপার সহ- সাংগঠনিক সম্পাদক- সোহাগ রহমান মোঃ ইমরান হোসাইন মনির চেয়ারম্যান আন ইনসাফ গ্রুপ, গাপার সদস্য- মোঃ হাসান আলী, লেখক ও কলামিষ্ঠ বাদশাহ আব্দুল্লাহ, গাপার সদস্য শেখ মোঃ শহীদুল ইসলাম, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, গাপার সদস্য নব কুমার দত্ত প্রমুখ। গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি বলেন গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) পরিবেশবাদী একটি সংগঠন হিসাবে গাজীপুরে প্রাকৃতিক পরিবেশ রক্ষা তথা পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, ও বন উজাড় রোধে একটি সহায়ক ভূমিকা পালন করে আসছে। এ সময় গাপা সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বলেন সম্প্রতি আমার একটি উচ্চ আদালতে দায়ের করা রিটের প্রেক্ষিতে মহামান্য আদালত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংশ্লিষ্ট গাজীপুরস্থ বনভূমিতে জবরদখল উচ্ছেদের রুল নিশি জারি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ প্রদান করেন। কিন্তুু বনভূমি জবরদখলের মাধ্যমে বন উজাড় করে সেখানে কল কারখানা, দোকান পাট, রিসোর্ট, কটেজ, ঘরবাড়ি সহ নানা স্থাপনা নির্মাণ করেছেন নানা শ্রেণীর মানুষ। নাম মাত্র কিছু বনভূমি উদ্ধারে মামলা থাকলেও ৫ নং সারি অনুযায়ী ঢাকা বন বিভাগ ও বন্যপ্রাণী বিভাগ ঢাকা কর্তৃক ৬৭ দফায় মোট ৬১২৯.১৯ একর সংশ্লিষ্ট সংরক্ষিত বনভূমি উদ্ধারের লক্ষ্যে জেলা প্রশাসনের উচ্ছেদ প্রস্তাব প্রেরণ করেছেন। কিন্তু গাজীপুর জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কোন দপ্তরকে দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি, পক্ষান্তরে জবরদখলকারীরা তাদের দখলবাজির মাধ্যমে বন উজাড় বৃদ্ধি করছে প্রতিনিয়ত, আর এ সকল কর্মকাণ্ডে সহযোগিতা করে থাকে গাজীপুর বিপুল পরিমাণ অবৈধ করাত কল মালিকরা। তাই গাজীপুরস্থ বনঞ্চলের জবরদখল উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন ও বে-আইনি লাইসেন্সধারী সহ সকল অবৈধ করাত কল আগামী ১৫ দিনের মধ্যে বন্ধের দাবি জানান, না হয় জন সাধারণ কে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular