Tuesday, December 24, 2024
Homeদেশজনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

ডেস্ক রিপোর্ট,

সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
রণবীরের ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
বিয়ে করলেন ‘লাভ আজ কাল’ সিনেমার নায়িকা
অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। একমাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন এই দাপুটে অভিনেতা।

রুমি দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন। আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে পদার্পণ।
চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি৷

RELATED ARTICLES

Most Popular