নিজস্ব,প্রতিবেদক,
বলেছেন নবনির্বাচিত গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান মো: ইজাদুর রহমান মিলন
গত ৮মে ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সদর উপজেলা নির্বাচন। বিপুল উৎসাহ উদ্দীপণার মাধ্যমে সুষ্ঠুভাবে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন।এবারে নির্বাচনে হ্যাবি ওয়েট প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকে মো: ইজাদুর রহমান মিলন। নির্বাচিত হওয়ার পরে নবনির্বাচিত সদর উপজেলার চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন ভোরের কণ্ঠকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, আমার প্রধান লক্ষ্যই হচ্ছে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা। বিশেষ করে রাস্তাঘাট এবং অবকাঠামগত উন্নয়ন সহ মাদকমুক্ত করা আমার প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন,আমার এলাকার শিক্ষক সংগঠন আছে আমি এই শিক্ষক সংগঠন নিয়েও কাজ করতে চাই। অনেক বাধা-বিপত্তি এবং সংগ্রামকে জয় করে আজকের এই জয়। তাই আমি সকল ভোটারদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই নির্বাচনটা আমার কাছে বিশেষ একটা নির্বাচন ছিল কারণ আমার জনপ্রিয়তা দেখে ডিসি,এসপি এবং জেলা রিটার্নিং কর্মকর্তারাও অবাক হয়েছে।
পরিশেষে গণমাধ্যমকে একটা কথাই বলতে চাই আমার অসমাপ্ত কাজগুলো করে জনগণকে সেবা দিতে চাই যদি নাও পারি আমার ছেলে আছে আমার ছেলেই অসমাপ্ত কাজগুলো করে যাবে ইনশাল্লাহ।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪