নিজস্ব প্রতিবেদক :
১লা জুন শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলায় সর্বমোট ৪৯৩২ টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে দিনব্যাপি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ১ লাখ ৮ হাজার ৭৮৪ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু এবং ৮ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, ১ তারিখ ক্যাম্পেইন চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা। এছাড়া পরের ২ থেকে ৪ তারিখ স্বাস্থ্যকর্মীরা খুঁজে দেখবেন যেন কেউ বাদ পড়লে তাদেরকে ক্যাপসুল খাওয়ানো হয়৷
এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৯ টি কেন্দ্র এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা জানান, কুমিল্লা নগরীর ৭ হাজার ৮২৫ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু নীল ক্যাপসুল এবং ৪৭ হাজার ৩৬৬ জন ১২ থেকে ৫৯ বয়সের শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
সিটি কর্পোরেশনে ভিটামিনের প্লাস ক্যাম্পেইনের সহযোগী হিসেবে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব ও জাগ্রত মানবিকতা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দনা রানী দেবনাথ জানান, খালি পেটে কোন শিশুকে ভিটামিন এ প্লাস ট্যাবলেট দেয়া হবে না। ট্যাবলেট খাওনোর আগে অবশ্যই স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেয়া উচিত।