Tuesday, December 24, 2024
Homeদেশঈদের দিনে চাকরিচ্যুত সেই ইমাম ফিরলেন ইমামতিতে

ঈদের দিনে চাকরিচ্যুত সেই ইমাম ফিরলেন ইমামতিতে

গাজীপুরের শ্রীপুরে ঈদুল আযহার দিন মসজিদ কমিটির সভাপতির কোরবানির পশু (গরু) জবাইয়ে দেরি করায় মারধরের শিকার হয়ে চাকরিচ্যুত হওয়া সেই ইমামকে আবারও পুনর্বহাল করা হয়েছে।বৃহস্পতিবার (২০ জুন) থেকে তাকে ইমামতির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। শ্রীপুর উপজেলা ওলামা পরিষদ ও ইমাম সমিতি দায়িত্ব নিয়ে তাকে চাকরিতে ফিরিয়ে আনেন।মসজিদ কমিটির সভাপতির গরু কোরবানিতে দেরি করায় ইমামকে মারধরচাকরিতে পুনর্বহাল ইমাম মাওলানা আবুবক্কর সিদ্দিকের (২৫) বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ফকিরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে। পাঁচ ভাই চার বোনের সংসার তাদের। তিনি শ্রীপুরের গোসিংগায় কর্নপুর মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন।স্থানীয়রা জানান, সোমবার (১৭ জুন) ঈদের দিন শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদে ইমাম মারধরে শিকার হয়ে চাকরি হারান। এরপর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেলে উপজেলা ইমাম সমিতি ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। চাকরি হারানোর পর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ইমাম। ঘটনার চারদিন পর আবারও একই মসজিদে দায়িত্ব পালন করতে তিনি কাজে যোগ দিয়েছেন।এদিকে ঈদের দিন ইমামের সঙ্গে উক্ত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মসজিদ কমিটিন সভাপতি কফিল উদ্দীন।

RELATED ARTICLES

Most Popular