Friday, December 27, 2024
Homeদেশউৎসবগাজীপুর মহানগরীর শিমুলতলীতে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

গাজীপুর মহানগরীর শিমুলতলীতে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

সুব্রত চন্দ্র দাস

গাজীপুর মহানগরীর শিমুলতলিতে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর ২৪ নং ওয়ার্ড শিমুলতলী (আর্মি ফার্মা মাঠ প্রাঙ্গনে) ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

এতে মেসার্স নাওমী এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর সভাপতিত্বে উদ্বোধন করেন এনডিসি, এ এফ ডব্লিউ সি, পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাহবুবুর রশীদ খান শিপু, ২৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান সরকার প্রমুখ।

মেসার্স নাওমী এন্টারপ্রাইজ আয়োজিত এ মেলাতে দেশীয় বিভিন্ন ধরনের পণ্যের স্টল ও প্যাভিলিয়ানে থ্রি পিস, প্রসাধনসামগ্রী, খেলনা, খাবার তয় দোকান ও জামা-কাপড়, ওয়ান পিস, ব্লেজার, জামদানি শাড়ি, কম্বল, চাদর ও কমমেটিক্স পাওয়া যাবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা, ট্রেন, জাম্পিং, স্লিপার, সার্কেসসহ নিত্য নতুন একাধিক ইভেন্ট স্টল বসেছে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

RELATED ARTICLES

Most Popular