Monday, December 23, 2024
Homeদেশউৎসবঝিনাইদহ কালীগঞ্জে বর্ণনাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন।

ঝিনাইদহ কালীগঞ্জে বর্ণনাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন।

মোঃ মাহবুবুর রহমান- ঝিনাইদহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৃথকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী এবং আলোচনা সভার মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করেছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে দলটির নিমতলা কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন একই সময়ে শহরের ফয়লা রোডের দলীয় কাযার্লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন তিনি। একই সময় দলটির আরেক অংশ নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য ও প্রায়ত সংসদ পত্নী মুর্শিদা জামান পপি দিনব্যাপী পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ জামাতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদান এবং আলোচনা সভা করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা প্রশাসনের অনুষ্ঠানের যোগদান করেন।

বাংলাদেশ জাতীয় পার্টি কালীগঞ্জ উপজেলা শাখা নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে। গণআধিকার পরিষদ, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ও কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভার আয়োজন করা হয় বিজয় দিবস উপলক্ষে।

RELATED ARTICLES

Most Popular