মোঃ নাফিউল ইসলামঃ
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন'র সিটি কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২২ নভেম্বর ২০২৪ ইং তারিখে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠে অনিষ্ঠিত এ অনুষ্ঠানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত বাবু সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মানবাধিকার সংরক্ষণ ও মানবতার সেবায় কাজ করবেন এই প্রত্যাশা করছি। আজকে এই মানবাধিকার সংগঠনের গাজীপুর সিটি কমিটি ঘোষণার পর আপনারা ছিন্নমূল মানুষদের নিয়ে যে কার্যক্রম পরিচালনা করবেন আমরাও আপনাদের সাথে সহযোগিতা করবো। আমরা চাই এদেশের তথা গাজীপুরের যারা অবহেলিত সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য আমরা সম্মিলিত ভাবে তাদের উন্নয়নে কাজ করবো। অনুষ্ঠানে সভাপতি মোঃ দুলাল মিয়া বলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘ পয়ত্রিশ বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমি আশা করছি গাজীপুর সিটি কমিটি ছিন্নমূল অবহেলিত, মানুষদের পাশে দাড়াবে। আমরা আরো আশা করছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দেশ মানুষের উন্নয়নে কাজ করবেন। এদেশ ক্ষুধা মুক্ত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে কেউ গৃহহীন থাকবেনা। প্রতিটি মানুষ তার মানবিক অধিকার পাবে ন্যায় বিচার পাবে। এসময় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া সিটি কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আলমগরী হোসেন (ওয়ছি), সাংগঠনিক সম্পাদক এস এম আমজাদ হোসেন সোহেল কে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের নাম ঘোষণা করেন। আলোচনা শেষে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪