Tuesday, December 24, 2024
Homeদেশএস বি টিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন এম আকতারুজ্জামান।

এস বি টিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন এম আকতারুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক,

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আকতারুজ্জামানকে এস বি টিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

আজ বৃহস্পতিবার ১৬ই মে ২০২৪ ইং তারিখ গাজীপুর মহানগর প্রেসক্লাবের নিজ কার্যালয়ে এস বি টিভির পক্ষ থেকে গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আকতারুজ্জামানকে সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা স্মারক পেয়ে গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন আমি গত ২০২৩ সালের ১২ই ডিসেম্বরে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সপথ গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত ক্লাবের উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি এবং আগামী নির্বাচনী মেয়াদ পর্যন্ত আরো ভালো কাজ করে যাব ইনশাআল্লাহ। তবে এস বি টিভির পক্ষ থেকে আমি যে সম্মাননা স্মারক পেয়েছি এ অর্জন শুধু আমার একার না এ অর্জন আমার ক্লাবের সকল উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে সম্মানিত সদস্য পর্যন্ত এটার অংশীদার। আমি গাজীপুর মহানগর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের কাছে কৃতজ্ঞ।

এসময় উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক – এম কাজল খান, গাজীপুর মহানগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক- আব্দুল বারী,গাজীপুর মহানগর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক- রেজাউল করিম রেজা,গাজীপুর মহানগর প্রেসক্লাবের নির্বাহী সদস্য-১ হাসিবুজজামান, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক- সুলতানা সরকার সহ আরও অনেকে।

গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আকতারুজ্জামান এস. বি. টিভিকে ধন্যবাদ জানান ।

RELATED ARTICLES

Most Popular