মোঃ আব্দুল বারীঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা- মোঃ মেহেদী হাসান রিয়াদ ভাইয়ের ৩৮তম "শুভ জন্মদিন" পালন করেন।গত ১৯শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কোনাবাড়ি থানা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আনসার মার্কেট (৩য় তলা) কোনাবাড়ীতে এক আনন্দঘন মুহূর্তে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।জন্মদিনে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের আরো এক উপদেষ্টা- জনাব, মোঃ শাহরিয়ার সাবির সম্মানিত সদস্য, কালিয়াকৈর উপজেলা বিএনপি কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি- মোঃ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক- এস এম রবিউল ইসলাম এর উপস্থিতিতে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সৌজন্যে কেক কেটে আনন্দঘন মুহূর্তে শুভ জন্মদিন উদযাপিত হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কার্যকরী সভাপতি- তারেক রহমান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক- কবি ও সাংবাদিক মশিউর রহমান। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা মোঃ মেহেদী হাসান রিয়াদ কে জন্মদিনের উপহার তুলে দেন এবং এই উপহারে কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ উপস্থিত সভায় সন্তুষ্টি প্রকাশ করেন। জন্মদিনের আনন্দ পরিপূর্ণতা লাভ করে। সেই সাথে তারেক রহমান জাহাঙ্গীর বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কার্যকরী সভাপতি মেহেদী হাসান রিয়াদের জন্মদিনে মোনাজাত, দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি- আতিকুজ্জামান মিথুন খান, সহ-সভাপতি- জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ হাসমত, কোষাধক্ষ্য- জুলফিকার আলী জুয়েল, প্রচার সম্পাদক- নূর মোহাম্মদ শেখ, আই টি বিষয়ক সম্পাদক- মেহরাব হোসেন, দপ্তর সম্পাদক- আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক- আরমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক- নাসিমা আক্তার তমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- ইউসুফ আহমেদ তুষার, নির্বাহী সদস্য(২)- মোহাম্মদ নাফিউল ইসলাম।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন জিএম- ফুলজুরি গ্রুপ, মোঃ সোলায়মান হোসেন ম্যানেজার- ইম্পেস গার্মেন্টস, মো: আলামিন ডাক্তার- মৌচাক, সাইজ উদ্দিন ইসলাম প্রতিনিধি- আমার প্রাণের বাংলাদেশ, সাইজুদ্দিন ইসলাম নয়ন ধর্ম বিষয়ক সম্পাদক- গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, সোমা আক্তার লুবনা ক্রাইম পেট্রোল বিডি সহ অন্যান্য প্রমুখ।
জন্মদিনে কেক কেটে মিষ্টান্ন বিতরণের পূর্বে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪