Tuesday, December 24, 2024
Homeদুর্ঘটনাগাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু।

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু।

মোঃমিজানুর রহমান,গাইবান্ধা।

রোববার (২৩ জুন) সন্ধ্যা ৮টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মারা যান তিনি। তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, বগুড়া থেকে গাইবান্ধার দিকে আসছিল একটি ট্রেন। ওই নারী শহরের স্টেডিয়াম সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন দেখতে পেয়ে তিনি দৌঁড়ে লাইনের ওপর উঠে দাঁড়ান। এরপরই তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। মারা যাওয়া নারীর পরনে ছিল লাল রঙের শাড়ি। হাতে একটি মোবাইল ফোনও ছিল। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

গাইবান্ধার বোনাপাড়া রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সোমবার ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

RELATED ARTICLES

Most Popular