Wednesday, December 25, 2024
Homeদেশগাজীপুরের কালিগঞ্জ উপজেলায় কৃষি প্রদর্শনীর উপকরণ ও বীজ বিতরণ

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় কৃষি প্রদর্শনীর উপকরণ ও বীজ বিতরণ

আব্দুল বারী- গাজীপুর

গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনাই পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প এর আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন।

গত ৩০ জুন ২০২৪ ইং রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কার্যালয়ের সামনে বহু সংখ্যক কৃষকদের মাঝে কৃষি প্রদর্শনীর উপকরণ ও বীজ বিতরণ করেন।

বিতরণের সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য ব্যক্তিবর্গ ও কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ।

উপস্থিতি কৃষকদের পুষ্টিবাগান প্রকল্পের সঠিক নির্দেশনা প্রয়োগ করেন এবং প্রতিটি কৃষকের পরিবারকে পুষ্টিতে সবজি সফল ও পুষ্টিতে ভরপুর একটি পরিবার এই উদ্দেশ্যে প্রতিটি কৃষকদের মাঝে প্রদর্শনীর উপকরণ ও বীজ বিতরণ করেন কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, কালিগঞ্জ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ একটি ঘর একটি খামার ও প্রতিটি ঘর হবে সবজি বাগান এই লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ।

RELATED ARTICLES

Most Popular