Tuesday, December 24, 2024
Homeদেশগাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে আজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরন, র‍্যালি ও বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিশালাকার রেলি বের হয়। উক্ত র‍্যালিটি ক্যাম্পাসের ভাইস চ্যান্সেলর অফিস প্রাঙ্গন থেকে প্রদক্ষিণ হয়ে বাউবি কনফারেন্স ভবনের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমসের আলী। বিশেষ অতিথি হিসেবে অপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালকদ্বয় এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিতি প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রাণবন্ত করে।

RELATED ARTICLES

Most Popular