Tuesday, January 14, 2025
Homeদেশগাজীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত।

গাজীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত।

সুব্রত চন্দ্র দাসঃ

গাজীপুরে নবাগত গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৫ই জানুয়ারি ২০২৫ইং) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিমিয় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলামের সঞ্চালনায় নবাগত পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক গাজীপুরের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের বক্তব্য শুনেন। বিভিন্ন বিষয়ের জবাব ও সমাধানের আশ্বাস দেন। মতবিনিমিয় সভায় নবাগত পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক জেলার আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি এখানে এসেছি, কয়েকদিন হলো। আমার সাথের অধিকাংশ অতিরিক্ত পুলিশ সুপার নতুন। বলা যায়, আমি একটি ভালো টিম পেয়েছি। আশা করছি, আমরা গাজীপুরের মানুষকে ভালো পুলিশিং সেবা দিতে পারব। আমরা চেষ্টা করতে চাই। আমাদের কাজ করার সুযোগ দিন। সহযোগীতা করুন। মতবিনিময় সভায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান (অর্থ ও প্রশাসন), খন্দকার আশফাকুজ্জামান ও আবু খায়েরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular