আব্দুল বারী গাজীপুর
আজ ২০ আগস্ট রোজ মঙ্গলবার সময় সকাল ১০ ঘটিকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে গাজীপুর ভোগড়া বাইপাস মোড় হইতে সাপোর্ট টু জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর ঢাকা বাইপাস মহাসড়ক প্রকল্পের সরকারি ভূমিতে পুনর্বাসনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সি সি ডি বি এনজিও থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা না পাওয়াই মানববন্ধন করেন সুবিধাবঞ্চিতরা।
স্মারকলিপি প্রধান ২০১৭ সালের সড়ক ও জনপথ ও সি সি ডি বি এনজিও কর্মকর্তা কর্মচারী সামাজিক জরিপ করার সময় আমাদের আশ্বাস দিয়েন যে আপনারা আপনাদের ঘরবাড়ি দোকান ঘর ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেন আমরা সি সি ডি বি এনজিও থেকে আপনাদের ক্ষতিপূরণ দেব আমাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি স্টাম্প ও অন্যান্য কাগজ নেন। কিন্তু আমাদের ক্ষতিপূরণ না দিয়ে রাতের অন্ধকারে গাজীপুর থেকে অফিস সরিয়ে নিয়ে চলে যায়।জানা যায় নারায়ণগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিপূরণ পাচ্ছে কিন্তু আমরা গাজীপুরবাসী পাচ্ছিনা। মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের আকুল আবেদন এই যে, আমরা ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষ ডিসি অফিসে ও এনজিও অফিসে ঘুরছি কিন্তু কোন সুরাহা পাচ্ছি না। আমাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে মানববন্ধনে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তি এভাবেই কথা বলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক গাজীপুর বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। এ সময় সাংবাদিকদের দেখে অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ না পাওয়াই কান্নায় ভেঙে পড়েন। অনেকে ছোট্ট ছোট্ট দোকান করে তাদের জীবিকা নির্ভর করত কিন্তু, এখন সে ব্যবস্থা নাই। কারণ সেই ঘরগুলো বা দোকানগুলো ভেঙে দিয়ে রাস্তা প্রসারিত করা হয়েছে।
এই অসহায় মানুষগুলো সবার দ্বারে দ্বারে ঘুরছে কেউই তাদের ন্যায্য পাওনা পাওয়ার ব্যাপারে কোন সহযোগিতা করছে না।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও বলেন, আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনাদের কাছেই আমরা বললাম আপনারা একটা ব্যবস্থা করেন। এক পর্যায়ে একজন সাংবাদিক বলেন আমাদের কাজ শুধু নিউজ করা বা নিউজ প্রচার করা আপনাদের টাকা বা অফিস এনে দেওয়ার দায়িত্ব নয়।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪