Tuesday, December 24, 2024
Homeরাজনীতিগাজীপুর কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান হলেন আমজাদ হোসেন স্বপন

গাজীপুর কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান হলেন আমজাদ হোসেন স্বপন

নিজস্ব প্রতিবেদক,

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন। বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করেছেন, নির্বাচন সহকারী রিটার্ণিং কর্মকর্তা মো: নাজমুল ইসলাম।

এর আগে বুধবার সকাল থেকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা সূত্রে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন মোটারসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ হাজার ৪৭ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী, অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান দোয়াত কলম নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট।

অন্যদিকে ফলাফল ঘোষণা অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক তিনি টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৫৬৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী আবু জাফর মোহাম্মদ শামসুল হুদা তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৪৬৬ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কালিগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জুয়েনা আহমেদ, তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী শর্মীলি দাস কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৫২০ ভোট

RELATED ARTICLES

Most Popular