নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্র জনতা মানববন্ধন করেছে।
জানা যায় গত ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পতনের পরে অত্র এলাকায় ময়লা ও প:নিষ্কাশন ব্যবস্থা ছবির হয়ে পড়ে। যার ফলে অত্র এলাকায় ময়লা ও প:নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে দুর্গন্ধ ছড়ায়।এমতা অবস্থায় এমন পরিস্থিতি সামাল দিতে অত্র এলাকার ছাত্র জনতার সমন্বয়ে ময়লা পরিষ্কারের কাজে নিজেদের নিয়োজিত করেন। সেখানেই গত ৩০ আগষ্ট শুক্রবার বাধা হয়ে দাঁড়ায় পূর্বে দখলদারিত্ব থাকা মাসুদ পারভেজ ও মহসিন গং সহ প্রায় শতাধিক আওয়ামী সন্ত্রাসী বাহিনী। তারা দেশিও অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা করলে এলাকাবাসী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে।
হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ছাত্র জনতা ৩১ আগষ্ট রোজ শনিবার সময় বিকাল ৫ ঘটিকায় বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। অত্র এলাকাবাসির বক্তব্যে সুস্পষ্ট ভাবে তারা কোন অশান্তি ও অরাজগতা চান না বলে জানিয়েছেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এলাকাবাসী অতর্কিত হামলাকারীদের দৃষ্টান্তমূল শাস্তি ও বিচার দাবি করেছেন।