Tuesday, December 24, 2024
Homeদেশগাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

মো: আবুল বারী:

সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপত্তা ও কল্যাণের লক্ষে,গাজীপুর মহানগরের শোভন কমপ্লেক্স চৌধুরী বাড়ি ভোগড়া বাসন থানা গাজীপুর মহানগর আজ ২৮শে জুন শুক্রবার বিকেলে দ্বিতীয় সাধারণ সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে উৎসব মুখর আয়োজনের মধ্যে দিয়ে অভিজ্ঞ ও দক্ষ এক ঝাক সংবাদ কর্মীদের নিয়ে গাজীপুর জেলা রিপোর্টাস ইউনিটি’র ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন। কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি এম এ মমিন আনসারী, সহ সভাপতি আব্দুল হামিদ, মোঃ মাসুদ রানা, মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি এস জয়, মোঃ নুরুজ্জামান শেখ, মোঃ আব্দুল বারী, এস এম জাহিদ , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ আবু সালেক ভূঁইয়া,, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ সুলতানা সরকার। কমিটি ঘোষণা শেষে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, আনন্দ ভ্রমণ, সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্ত করন সহ ইউনিটির গঠনতন্ত্র প্রনয়ণ কল্পে কার্যকরী সভাপতি এম এ মমিন আনসারীকে সমন্বয়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রনয়ণ কমিটি ঘোষণা করা হয়, আগামী ১ সপ্তাহের মধ্যে ইউনিটির গঠনতন্ত্র প্রনয়ণ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। পরিশেষে ইউনিটির সাফল্য কামনা করে সভাপতি সাহেব সভার সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular