নিজস্ব প্রতিবেদক,
গাজীপুরের চৌরাস্তায় সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন করেন।প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মুক্তি কামি মানুষের মুক্তির জন্য বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদ কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, ডাঃমাজহারুল আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
এ সময়ে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল সহ তবারক বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।