মোঃ খলিলুর রহমান খলিলঃ
কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপ-কমিটির যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব কে এম এম মামুন অর রশিদ।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকীকে আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদকে যুগ্ম আহ্বায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট এই কুমিল্লা বিভাগীয় উপ কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন অনুমোদন দেন। কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কে এম মামুন অর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইতিপূর্বে ঢাকা মহানগর শাখার কৃষক দলের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও নবীনগর উপজেলা বিএনপির সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র জীবনে তিনি ১৯৮৮-৯০ ইং পর্যন্ত ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হিসেবে নবীনগর সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস পদে নির্বাচন করেছিলেন। তার সামাজিক কর্মকান্ড হিসেবে ঢাকাস্থ নব বিকাশ কল্যাণ সমিতির সভাপতি, নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসার পরিচালক, ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগর উপজেলার যুব কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ সামাজের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং দিয়ে আসছেন। তিনি ১৯৭১ সালে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আজ কেন্দ্রীয় পর্যায়ে নিজেকে তুলে এনেছেন। এই সাফল্যে এলাকায় নেতা কর্মীরা গর্ববোধ করছেন। তারা আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল এই যোগ্য নেতাকে মূল্যায়ন করবেন।