Tuesday, December 24, 2024
Homeঅপরাধজয়পুরহাটের পাঁচবিবিতে দিনভর রাসেলস ভাইপার সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে জানা গেছে...

জয়পুরহাটের পাঁচবিবিতে দিনভর রাসেলস ভাইপার সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে জানা গেছে গুজব।

নিজস্ব প্রতিবেদক,

জয়পুরহাটের পাঁচবিবিতে দিনভর রাসেলস ভাইপার সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে জানা গেছে গুজব।
অন্য জেলার ভিডিও ফুটেজ ছবি জয়পুরহাটের পাঁচবিবিতে বলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজবটি ছড়াচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, অন্য জেলার রাসেলস ভাইপার সাপ পাওয়ার ঘটনাকে পাঁচবিবি উপজেলার ৮ নং আওলাই ইউনিয়নের পাইকদাড়িয়া গ্রামের আক্কাস আলীর বাড়িতে সাপটি মারা হয়েছে রাসেল ভাইপার বলে শুক্রবার (২১ জুন) সকাল থেকে ফেসবুক আইডি ও পেজে গুজব ছড়ানো হয়।

এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদ হোসেন বলেন, পাইকদাড়িয়া গ্রামে রাসেলস ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। আমি স্থানীয় মেম্বারসহ লোকজনের সঙ্গে কথা বলেছি, এটা গুজব।
তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে সতর্ক থাকুন।

RELATED ARTICLES

Most Popular