মাহবুবুর রহমান :
ঝিনাইদহে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিলো “হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ দিবস পালিত হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি একই স্থানে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান, ঝিনাইদহ শহর সমাজসেবা কার্যলয়ের সমাজসেবা অফিসার মোঃ আফাজ উদ্দিন, ঝিনাইদহ বাক ও শ্রবন প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তরা। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।