Tuesday, December 24, 2024
Homeদেশঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন মজিদ সভাপতি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদক।

ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন মজিদ সভাপতি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদক।

ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে সংগঠনটির এ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

সভায় ইটভাটা মালিক সমিতির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি রহুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, উসমান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান। সাথে ইটভাটা ব্যবসায়ে কয়লা সিন্ডিকেট রোধ, অযথা হয়রানি, লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে হয়রানি বন্ধের আহবান জানান।

ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সম্মতিক্রমে এ্যাডভোকেট এমএ মজিদকে সভাপতি ও রুহুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

RELATED ARTICLES

Most Popular