মোঃ মাহাবুবুর রহমান।
জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহ
কালীগঞ্জের বিভিন্ন হোটেল রেস্তোরায় আগত সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্য ও খাদ্য অপচয় রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।গত ৩০ই মে বৃঃস্পতিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়।
খোজ নিয়ে জানা যায়,সেচ্ছাসেবী যুব সংগঠন বাংলাদেশ যুব ছায়া সংসদের আয়োজনে ও সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা Global Alliance for Improved Nutrition (Gain) এর সহযোগিতায় কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার এই সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন বাস্তবায়ন করে।
এতে অংশগ্রহণ করেন, যুব ছায়া সংসদ সদস্য ঝিনাইদহ-০৩ তুলি বিশ্বাস, যশোর-০৫ শেখ সাদি, মাগুরা-০২ স্বাদিকুন নাহার, নড়াইল-০২ জয়া বিশ্বাস, সাতক্ষীরা-০৪ আকলিমা খাতুন, কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের সহসভাপতি ইতি ব্যানার্জি, কার্যনির্বাহী সদস্য পারভেজ হোসেন, সদস্য নিবেদিতা বিশ্বাস, সোহান সাব্বির।
ক্যাম্পেইন থেকে বক্তারা বলেন, বিভিন্ন হোটেল রেস্তোরায় প্রয়োজনের অধিক রান্না করে খাদ্য অপচয় করা হয়, দীর্ঘ সময় সংরক্ষণের ফলে খাদ্যের পুষ্টিগুন নস্ট হয়।
আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি যার ফলে সাধারণ ভোক্তারা জানতে পারবে কোন খাদ্যের কি গুণ, সঠিক পুষ্টিগুণের জন্য কোন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত, এবং খাদ্য অপচয় রোধে তাদের কি করণীয় সে সম্পর্কে জানতে পারবে।