Tuesday, December 24, 2024
Homeদেশঝিনাইদহ কালীগন্জ রোদে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী সহ আনসার বাহিনী।

ঝিনাইদহ কালীগন্জ রোদে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী সহ আনসার বাহিনী।

ঝিনাইদহ প্রতিনিধি। মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহ কালীগন্জ মহাসড়কে ট্রাফিক পুলিশ নেই। তাতে কি?সড়কের যানজট নিরসন এবং আইন শৃঙ্খলার সঠিক বাস্তবায়নে দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে রাস্তায় নেমেছেন ঝিনাইদহ কালীগন্জের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।তীব্র গরম আর রোদ উপেক্ষা করেই তারা দায়িত্ব পালন করছেন। মাথায় জাতীয় পতাকা, গলায় পরিচয়পত্র নিয়ে ট্রাফিক সিগন্যালে ঘাম ঝরাচ্ছেন শিক্ষার্থীরা।রাস্তার উপরে সেরে নিচ্ছেন দুপুরের খাওয়া। তাদের বাঁশি আর হাতের ইশারায় চলছে শহরের সব যানবাহন। পাশাপাশি সড়কে বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ চলছে।ফলে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি।উল্টো পথে চলার কোনো সুযোগ নেই।

লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও।পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে।

আজ সকাল ১০ থেকে সন্ধা ৬টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে ঝিনাইদহ কালীগন্জের বিভিন্ন সড়কে।আজ বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এই কার্যক্রম চলমান আছে।

RELATED ARTICLES

Most Popular