Tuesday, December 24, 2024
Homeদুর্ঘটনাঝিনাইদহ কোটচাঁদপুরে (২) শ্রমিকের মৃত্যু।

ঝিনাইদহ কোটচাঁদপুরে (২) শ্রমিকের মৃত্যু।

মোঃমাহাবুবুর রহমান।
প্রতিনিধি ঝিনাইদহ জেলা।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে সিমেন্টের বস্তা পড়ে নির্মাণ শ্রমীকের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
গতকাল শুক্রবার বেলা ১১ টা ৩০ মিনিটে উপজেলার বহিরগাছী গ্রামে মোছাঃ পুটকে খাতুন এর বাসায় নির্মাণ কাজ করার সময় মজনুর রহমান নামে এক রাজমিস্ত্রী জোগালের মৃত্যু হয়েছে।
স্থানীয় সাইফুল,সবুজ,জানান,
সিমেন্টের বস্তা মাথায় নিয়ে ঘরের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিচলে মাথায় থাকা সিমেন্টের বস্তা বুকের উপর পড়ে গুরুতর আহত হয়।
এরপর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত মজনুর রহমান(৫০) পিতা মৃত ইনছুর আলী বিশ্বাস সাফদারপুর কবর স্থান পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে
কোটচাঁদপুর গাছ পড়ে আর এক কাঠ শ্রমীকের মৃত্যু। উপজেলার পৌরসভাধীন সলেমানপুর রথখোলা নামক স্থানে কাঠ শ্রমীকের মৃত্যু হয়েছে।৩১শে-মে শুক্রবারগতকাল দুপুর বেলা সলেমানপুর রথখোলা নামক স্থানে গাছ কাটা কাজ করার সময় মেহগনি গাছ চাপা পড়ে গুরুতর আহত হয়।স্থানীয়’রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার করেন। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়মৃত্যু বরণ করেন।
মৃত শ্রমিকের নাম মোঃ আতিয়ার রহমান (৪৫) পিতা মৃত আব্দুল খালেক মন্ডল বলুহর রামচন্দ্রপুর বলে জানান স্থানীয়রা।

RELATED ARTICLES

Most Popular