Tuesday, December 24, 2024
Homeদেশট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা।

ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা।

কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান (সম্পাদক স্বতন্ত্র বার্তা)।

শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতিতে যাওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ট্রাফিক ব্যবস্থার। আর এ ব্যবস্থা স্বাভাবিক করতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একজন পুলিশ সদস্য। রাস্তায় নেই কোনো ট্রাফিক। ফলে রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ বৃষ্টির মধ্যে কাজ করছে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা। পুলিশের অনুপস্থিতিতে তারা কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। গতকাল রাস্তায় যথেষ্ট যানবাহন চোখে পড়ে। বাস থেকে শুরু করে সব ধরনের যানবাহনই রাস্তায় চলাচল করতে শুরু করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই নানা স্থানে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। পুলিশের সাথে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এর পর থেকেই গা ঢাকা দেয় পুলিশ। গাজীপুরে কোনো ট্রাফিক পুলিশের চোখে পরেনি। ফলে স্কুল কলেজ মাদ্রাসার তরুণ ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ নিজের কাঁধে তুলে নিয়েছে ট্রাফিকের দায়িত্ব।ছাত্র ছাত্রী অনেকটা অভিজ্ঞ ট্রাফিকের মতোই হাতনেড়ে যানবাহনগুলোকে সঙ্কেত দিচ্ছেন। এক পাশের যানবাহন ছাড়লে অন্য দিকের যানবাহন আটকে রাখছেন। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করছে এসব ছাত্র ছাত্রী আমজনতা।

ছাত্র ছাত্রীরা ট্রাফিকের দ্বায়িত্ব কেমন পালন করেছে এ সম্পর্কে জানতে চাইলেগাজীপুর চৌরাস্তার পথচারীরা বলেন, ট্রাফিক পুলিশের থেকে ভালো ভূমিকা পালন করছে স্কুল কলেজ ও মাদ্রাসার ছেলে মেয়েরা। বিগত দিনগুলোতে দেখেছি ট্রাফিক পুলিশরা তাদের দ্বায়িত্ব পালন করতো টাকার ধান্দায়, টাকার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়ী দাড় করিয়ে যানযট সৃষ্টি করতো বিশেষ করে ট্রাক দেখলে পুলিশরা টাকার জন্য পাগল হয়ে যেত। আজ তাদের কর্মফল ভোগ করেছে কারণ এদেশের সাধারণ মানুষ পুলিশদের কে কতটা ঘৃণা করে তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে আসা তরুণ ছেলে মেয়েদের কাছে আগামী ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে বলেন, আমরা ছাত্ররা স্বাধীনতা পুনরুদ্ধার করতে পেরেছি ভবিষ্যতে কোন জালিম সরকার গদিতে বসে দেশের ভিতর সাধারণ মানুষকে জিম্মি করে অরাজকতা সৃষ্টি করবে তা আমরা শক্ত হাতে ছাত্ররা প্রতিহত করবো ইনশাআল্লাহ।

RELATED ARTICLES

Most Popular