Friday, December 27, 2024
Homeদুর্ঘটনাঠাকুরগাঁও হরিপুরে সড়কে মৃত্যুকূপ।

ঠাকুরগাঁও হরিপুরে সড়কে মৃত্যুকূপ।

জহুরুল ইসলাম( জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জনবহুল পাকা সড়কে ভাঙা কালভার্ট যেন মরণ ফাঁদ। ঝুঁকিপূর্ণ কালভার্টটির ওপর দিয়ে যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবহুল ভেটনা, খামার, কামারপুকুর, যাদুরানী গ্রামের ৫০ হাজারের অধিক মানুষ যাতায়াত করে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে তারা এ সড়ক ব্যবহার করছে। এতে যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বর্ষার আগেই তাই নতুন কালভার্ট নির্মাণের দাবি এলাকাবাসীর। হরিপুর উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে যাদুরানী, ভেটনা ও কামারপুকুরগামী পাকা সড়কে ১৯৮৫ সালে আরডিআরএস সংস্থার মাধ্যমে নির্মিত হয় কালভার্টটি। এর উপর দিয়ে হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজ, যাদুৱানী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, খামার মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় এতিমখানাসহ সকল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাযাতায়াত করে

স্থানীয়রা জানায়, সড়কটি পুনরায় মেরামত এবং কালভাটটির স্কুলে একটি ব্রিজ নির্মাণ করা একান্ত প্রয়োজন। হরিপুর উপজেলা সদরের সাথে এবং হরিপুর হাসপাতাল, অফিসিয়াল যে কোনো কাজের জন্য যোগাযোগের একমাত্র ভরসা এই সড়ক। ইতোমধ্যেই এখানে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী বলেন, কালভার্টটি নাই হয়ে যাওয়ার সংবাদ শুনেছি। অধিক মানুষ ও যানবাহনের চলাচলে এটি নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সড়কটি রিপেয়ারিংসহ ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো। হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

RELATED ARTICLES

Most Popular