নওগাঁ জেলা প্রতিনিধি: মো: মোসেকুল ইসলাম
নওগাঁর ধামইরহাট উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেল ৪টায় উপজেলা আমাইতাড়া বাজার মনছুর টাওয়ারের তৃতীয় তলায় ধামইরহাট ডিজিটাল প্রেসক্লাব অফিস কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি দিকনির্দেশনায় অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি জনাব হুমায়ুন কবির মিথুন।
তিনি বলেন, সত্যের পথে অবিচল থেকে সাধারণ জনগণের মাঝে সত্য প্রকাশে অটল থাকতে হবে। কলম সৈনিক হিসেবে দুর্নীতি অনিয়মের কাছে মাথা নত না করে সত্য প্রকাশে সব সময় প্রস্তুত থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের সেরা দেশ রুপান্তরিত করছেন।
ধামইরহাট ও পত্নীতলা মাটি ও মানুষের নেতা শহিদুজ্জামান সরকার এমপি মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় তারা হাজারো বাঁধাকে জয় করে সত্যের পথে থেকে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদেরকে সত্যের পথে অবিচল থাকতে হবে এবং সকল অনিয়মদের নীতিকে মুক্ত করতে হবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী, বিশেষ অতিথি বীর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা উপজেলা ডিজিটাল প্রেসক্লাব মো. আব্দুল করিম মন্ডল, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সানাউল ইসলাম, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি এমকে জিন্নাহ চৌধুরী, ধামইরহাট শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক শিল্পী মাসুদ রানা ও শিল্পী গোষ্ঠী সদস্য নিশাত তাসনিম নুসরাত, শিল্পী খুশি আক্তার,শিল্পী মোসেকুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪