Wednesday, December 25, 2024
Homeঅপরাধনওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭

নওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭

মোঃ মোসেকুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। ১২ মে রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৬ টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়, উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছেলে মো. মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের ছেলে মনষা (২৮), মধইল গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে মো. করিম (২৩), গুটিন গ্রামের আব্দুল গাফফারের ছেলে মো. আল আমিন (২১), একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকুল (২৮) ও মানাষী গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২২) র‍্যাব জানান, তারা বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে এর সত্যতা পাওয়ায় তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ব্যবসায়ীদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মো. মুজাফফর হোসেন বলেন, আটকদের রোবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular