মোঃ মোসেকুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে হিরোইনসহ সবুজকে (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত নয় টার দিকে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ ওই এলাকার কাঠ ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ।
তিনি বলেন, গ্রেপ্তার সবুজ একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতি মধ্যে ৯ টি মামলা বিচার ধীন আছে। তার স্ত্রী স্বপ্না বেগমও একজন তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায়না। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা স্বামী-স্ত্রী উভয়েই মিলে গোপনে মাদক ব্যবসা চালায়, ওসি বলেন, বৃহস্পতিবার রাতে সবুজ মাদক বিক্রি করছে। এমন সংবাদে রাত সোয়া ৯ টায় তার বসতবাড়ির পাশে একটি বাঁশ ঝাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। তাকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।