Monday, December 23, 2024
Homeদেশনবীনগর মেধাবীদের তীর্থস্থান নির্বাহী অফিসার রাজিব চৌধুরী

নবীনগর মেধাবীদের তীর্থস্থান নির্বাহী অফিসার রাজিব চৌধুরী

মোঃ খলিলুর রহমান খলিলঃ

আজ ২১/১১/২০২৪ রোজ বৃহস্পতিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে নবীনগরের অসংখ্য জ্ঞানী গুণীর কথা উল্লেখ করে বলেন, নবীনগর উপজেলা মেধাবীদের তীর্থ স্থান, নবীনগরের এই প্রজন্মের অনেক শিক্ষার্থীও মেধাবী আমি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে এই বিষয়টি উপলব্ধি করেছি।

প্রধান শিক্ষক আবু মোছা তাঁর আবেগময়ী শুভেচ্ছা বক্তব্যে স্কুলে তার কর্মজীবনের দীর্ঘ চৌদ্দ বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, একাডেমি সুপার ভাইজার মাধ্যমিক হাসনাত জাহান, সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠান শুরুর পূর্বে স্কুলের বিএনসিসি প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করে ফুল দিয়ে বরণ করে নেন।অনুষ্ঠান পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়, জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী আলিফ।আলোচনা পর্ব শুরুর পূর্বে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

আলোচনাসভা শেষে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী ও মনোরমা দেবী।পুরষ্কার বিতরণী পর্ব পরিচালনা করেন ক্রিয়া শিক্ষক আব্দুল রহিম সাগর।

RELATED ARTICLES

Most Popular