নালিতাবাড়ী -প্রতিনিধি:
নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী।
ছাত্র শিবিরের উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান চলে।
বাংলাদেশ ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি উমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতে আমীর মাওলানা হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও শেরপুর শহর জামায়াতে আমীর গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ড. শহিদুল্লাহ শরীফ, সাবেক কার্যনির্বাহী সদস্য ডা. গোলাম মোরশেদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শহর শাখার আমীর দ্বীন মোহাম্মদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল্লাহ বাদশা, সুলতান আহামেদ, আব্দুল মোমেন, আমিনুর রসুল, উপজেলা শ্রমিক ফেডারেশন সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়েরসহ অন্যান্যরা।
আলোচনা শেষে স্কুল, কলেজ ও মাদরাসা থেকে কুইজে অংশগ্রহণকারী তিনশ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।