Tuesday, December 24, 2024
Homeদেশনালিতাবাড়ীতে বিষপানে এক যুবকের আত্মহত্যা।

নালিতাবাড়ীতে বিষপানে এক যুবকের আত্মহত্যা।

মো: উসমান ফারুক

নালিতাবাড়ীতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২রা অক্টোবর) সকালে তার মৃতদেহ নালিতাবাড়ী থানা পুলিশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহত রফিকুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া বোর্ডঘর এলাকার রহুল আমীনের ছেলে।

সুত্রমতে জানা গেছে, এক সন্তানের পিতা রফিকুল ইসলাম নেশায় আসক্ত ছিলো। নেশা করার বিষয় নিয়ে তাঁর পরিবারের লোকজনের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। পরিবারের লোকজন তাকে মাদক মুক্ত করার চাপের ধারাবাহিকতায় রফিকুল ইসলাম মঙ্গলবার রাতে বিষপান করে। বিষপানের পর টের পেয়ে তার পরিবারের লোকজন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব‍্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছানোয়ার হোসেন ব‌লেন, নিহত রফিকুলের মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার সুষ্ঠ প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular