Monday, December 23, 2024
Homeদেশনালিতাবাড়ীতে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

নালিতাবাড়ীতে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

উসমান ফারুক-নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে বন্যহাতির সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ই নভেম্বর রোজ সোমবার) দুপুরে উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্যহাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সদস্য সচিব ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য ওয়ার্ল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মুঞ্জুরুল আলম, ওয়ার্ল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা আল আমিন, বারমারী বিজিবি ক্যাম্পের সুবেদার মমতাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম, এলিফেন্ট রেসপন্স টিমের সভাপতি উকিল উদ্দিন সহ আরো অনেক ব্যক্তিবর্গ।

বক্তাগণ বক্তৃতা দানকালে হাতি সংরক্ষণের পাশাপাশি মানুষের জান ও মাল রক্ষায় কি কি করণীয় সে সম্পর্কে পরামর্শ তুলে ধরেন। নির্দিষ্ট বনাঞ্চলে হাতির বিচরণ ক্ষেত্র গড়ে তোলার পাশাপাশি দুই দেশ ভারত -বাংলাদেশের চুক্তির মাধ্যমে পরিযায়ী এসব বন্যহাতির অবাধ বিচরণে ভারত-বাংলাদেশ যৌথ সিদ্ধান্তের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও লোকালয়ে বন্যহাতির অত্যাচার ফেরাতে বায়োফ্যান্সিং ও সোলার ফ্যান্সিংয়ের পরিবর্তে নির্দিষ্ট মাত্রার ইলেক্ট্রিক ফ্যান্সিংয়ের উপর গুরুত্বারোপ করে বক্তাগণ বলেন এতে যেন বন্যহাতির কোনো খয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

RELATED ARTICLES

Most Popular