Monday, December 23, 2024
Homeদেশপলাশবাড়ীতে 'ইসকন'কে নিষিদ্ধের দাবিতে ইমাম ওলামাদের বিক্ষোভ সমাবেশ

পলাশবাড়ীতে ‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে ইমাম ওলামাদের বিক্ষোভ সমাবেশ

মো: রবিউল ইসলাম, ক্রাইম রিপোর্টার:

সন্ত্রাসীদের কোন জাতি, বর্ণ, গোত্র নেই এই শ্লোগাণ কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইমাম ওলামা পরিষদের আয়োজনে ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের মিতালী হোটেলের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবং মসজিদে হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর পৌর এলাকার বিভিন্ন মসজিদ হতে মুসল্লিরা ইসকন বিরোধী স্লোগান ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্মিলিত ব্যানার ফেসটুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ স্থলে জড়ো হন।

ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নুরুন্নবী সরকারের পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি ফরিদুল ইসলাম ফরিদ, মাওলানা শাহ আলম ফয়েজী, মুফতি এনামুল হক, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ ও মাওলানা আবু হানিফাসহ অন্যান্যরা।

এসময় বিক্ষোভ কারিরা ইসকনকে নিষিদ্ধ করার দাবি ও এ্যাড.সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

RELATED ARTICLES

Most Popular