Thursday, December 26, 2024
Homeরাজনীতিপলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন...

পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

মো: রবিউল ইসলাম
ক্রাইম রিপোর্টার:

দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

২১ মে মঙ্গলবার সকাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতহীন ভাবে ৮৩ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলায় দায়িত্ব পালন করেন পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা।

রাত ৯ টায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সর্বশেষ বে সরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

বে সরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে আলহাজ্ব একেএমে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মোটর সাইকেল) প্রতীক ১৯ হাজার ৫’শ ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌহিদুল ইসলাম মন্ডল পেয়েছেন ( দোয়াত কলম) ১৮ হাজার ৭৪ ভোট।

একই পদে তহিদুল আমিন মন্ডল সুমন পেয়েছেন ৮ হাজার ৫৮ ভোট,এ্যাড.জরিদুল হক কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৫ শত ১৯ ভোট,নাজিবুর রহমান নয়ন (আনারস) প্রতিক)পেয়েছেন ৫ হাজার ৯ শত ৮১ ভোট, সর্বনিম্ন ভোট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, (শালিক পাখি) প্রতিক পেয়েছেন ৫ হাজার ৪ শত ১৭ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আবু ফরহাদ মন্ডল তালা প্রতীকে ২৪ হাজার ৩’শ ৬ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন টিউবওয়েল প্রতীকে ২০ হাজার ৭’শ ৮৪ ভোট, একই পদে আবু রেজা মোঃ ফিরোজ কামাল চৌধুরী পলাশ চশমা প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ২ শত ৭৮ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম ২১ হাজার ৯’শ ৫৮ ভোট পেয়ে টানা ২য়বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিক্তা বেগম পেয়েছেন ১৭ হাজার ৮’শ ৬৭ ভোট। এছাড়াও উম্মে কুলসুম হাঁস প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ১ শত ৬৩ ভোট,জেএম হামিদা আক্তার চৌধুরী সেলাই মেশিন প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১ শত ৬৮ ভোট।

নির্বাচনে এ উপজেলায় মোট ভোটের ৩০.১৫% ভোট প্রয়োগ করা হয়েছে। উপজেলার পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে ৮৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৯ এবং মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন ও হিজরা ১ জন।

নির্বাচনী ফলাফল ঘোষনার এসময় উপস্থিত ছিলেন,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা সহকারি কমিশনার মাহমাদুল হাসান,থানা অফিসার ইনর্চাজ কেএম আজমিরুজ্জামানসহ প্রতিদ্বন্দি প্রার্থীরা, নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

RELATED ARTICLES

Most Popular