নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার অন্তর্গত মেম্বার বাড়ি ভাওয়াল ঘর ইউনিয়ন পাঁচ পীর মাজার নিরাপত্তার স্বার্থে প্রশাসন ও ভক্ত আসেকানগণ নিরাপত্তা জোরদার করেন।
পাঁচপীর মাজারে শায়িত আছেন বাদশা শাহ সেকেন্দার,কালু গাজী,জুলহাস, অজিফা সুন্দরী, চম্পাবতী।
জানা যায়, গত ১৩ই সেপ্টেম্বর রোজ শুক্রবার পাঁচপীর মাজার ভাঙচুর এর উদ্দেশ্যে একদল মাজার বিরোধী ভাঙচুরের উদ্দেশ্যে পাঁচপীর মাজারের দিকে আগমন করে। এমন খবর পেয়ে স্থানীয় মাজারভক্ত ও অনুসারীগণ তাদের আগমন প্রতিহত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়ায়। মাজার ভাঙচুরকারীরা মাজার ভক্ত ও স্থানীয় জনগণের দিকে অগ্রসর হতে তারা ব্যর্থ হয়। তারই ধারাবাহিকতায় মাজার নিরাপত্তার স্বার্থে পূর্ব সংবাদের ভিত্তিতে আবারো হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই মাজার ভক্ত আসেকানগণ প্রস্তুতি গ্রহণ করেন।
২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ জুমা সরেজমিনে জানা যায় নিরাপত্তার স্বার্থে স্থানীয় জনগণ মাজার ভক্ত ও আশেকান সহ জয়দেবপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হালিম উপস্থিত ছিলেন। সঙ্গীয় বাহিনী সহ জুমার নামাজের পূর্বেই পাঁচপীর মাজার জামে মসজিদে অবস্থান নেন। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভোরের কন্ঠকে বলেন তাদের নিয়মিত ডিউটি জানমাল রক্ষার্থে জনগণের নিরাপত্তার স্বার্থে তারা দায়িত্ব পালন করে Enquiry। জয়দেবপুর সদর থানার ওসি আব্দুল হালিম এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গোলাপ সাইজি সভাপতি- ২ নং বি এন পি, রুহুল আমিন সভাপতি- ৩নং ওয়ার্ড যুবদল, ওমর ফারুক সাধারণ সম্পাদক- ৩নং ওয়ার্ড যুব দল, রুবেল খান সাধারণ সম্পাদক- ২ নং ওয়ার্ড যুব দল, শরিফুল ইসলাম শরীফ আহবায়ক- ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল, মিলন যুগ্ম আহবায়ক ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল, সুমন যুগ্ম আহবায়ক ভাওয়ালগড় ইউনিয়ন যুব দল, কাশেম যুগ্ম আহবায়ক ভাওয়ালগড় ইউনিয়ন যুব দল, মো: আলাল মিয়া সাধারণ সম্পাদক- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদল। রিফাত,ফাহিম, তারিকুল ছাএদল। জিলাল উদ্দিন, মাজার কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সহ অন্যান্য প্রমুখ।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪