Tuesday, December 24, 2024
Homeদেশভারতে মহানবী (সাঃ) কে কটুক্তি করায় নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল। 

ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তি করায় নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল। 

ওসমান ফারুক, নলিতাবাড়ী প্রতিনিধিঃ

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি করায় এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ও নয়াবিল ইউনিয়নের সকল মুসল্লীরা।

আজ ৩০সেপ্টেম্বর সোমবার দুপুরে ইত্তেফাকুল উলামা এবং দুই ইউনিয়নের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে বৈশাখী বাজার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাকুগাঁও স্থলবন্দর প্রদক্ষিণ করা হয়। পরে চার-আলি বাজার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা সংগঠনের সভাপতি মুফতি মোঃসেলিম হোসাইন, তন্তর হাউস সুন্নাহ হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা। সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রশিদ, মোহতামিম বিশগিরিপাড়া আশরাফুল উলুম মাদ্রাসা। প্রদান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ সহ আরো অনেক আলেম উলামা।

এ সময় বক্তারা ভারতের পুরোহিত, মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলা হয়। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানায় সমাবেশের বক্তারা।

RELATED ARTICLES

Most Popular