কালিগন্জ থেকেঃ
অসহায় পথশিশু ও শ্রমজীবি মানুষের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছেঝিনাইদহ কালীগঞ্জ ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। “তৃপ্তির হাসি ফুটুক মলিন মুখে” শ্লোগান নিয়ে গতকাল দুপুর ২টায় ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্টান্ড জামে মসজিদের গেটে এ খাবার বিতরণ করা হয়। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ৫ম পর্বে গতকাল কালীগঞ্জে ২০০ শ্রমজীবি পথিকের মধ্যে এ খাবার তুলে দেওয়া হয়।
দুই টাকায় দুপুরের খাবার সাদা ভাত ও মুরগীর গোস্ত।মাত্র দুই টাকা। দুই টাকায় এখন তেমন কিছুই পাওয়া যায় না। অনেক সময় ভিখারিদের কে দিলেও নিতে চায় না সেই সামান্য দুই টাকার বিনিময়ে অসহায় ও পথ শিশু ও শ্রমজীবী মানুষের দুপুরের খাবার তুলে দিয়েছেন মাত্র ২ টাকা।
ঝিনাইদহ প্রগতি স্বেচ্ছা সেবি সংগঠন।