কালিগন্জ প্রতিনিধিঃঝিনাইদহ।
★–মোঃমাহাবুবুর রহমান।
ঝিনাইদহ কালিগন্জ মোবারক গন্জ চিনিকলে আজ সকালে সদর দপ্তর থেকে আসা ডাইরেক্টর, সি,ডি,আর স্যার কে
ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন,
ব্যবস্থাপনা পরিচালক জনাব, মোঃ সাইফুল ইসলাম।
স্যার সহ অন্যান্য কর্মকর্তারা।
আরোউপস্তিত ছিলেন,
মোবারক গঞ্জ সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব,
মোঃ গোলাম রসুল।
সাধারণ সম্পাদক,
মোঃ শরিফুল ইসলাম।
সহঅন্যান্য নেতারাও উপস্তিত ছিলেন।
আরো উপস্তিত ছিলেন,
আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক,
জনাব, মোঃ মাসুদুর রহমান মন্টু সহ আরো অনেকে।