Tuesday, December 24, 2024
Homeঅপরাধরাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই যুবকের নাম কাফি (১৮)। তিনি নগরীর রাজপাড়া থানাধীন কাজিহাটা এলাকার পলাশের ছেলে।
শুক্রবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সিএমবিস্থ কামারুজ্জামান পরিষদ মিলনায়তনের সামনে এঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ঈদের দিন ক্রিকেট খেলায় কাজিহাটা এলাকার বারেকের ছেলে সানকে (৮) না নেওয়ার অর্থাৎ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে অংশগ্রহণ করে ওই এলাকার একদল সন্ত্রাসী। তাদের একজনের হাতে থাকা হাতুড়ির আঘাতে কাফির মাথায় গুরুতর জখম হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন, রামেকে থাকা কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ ব্যপারে কাওকে আটক করতে পারেনি পুলিশ।

RELATED ARTICLES

Most Popular