মোঃমাহাবুবুর রহমান।
কালিগন্জ প্রতিনিধিঃ
চলতি বছর (২০২৪ইং) সালের দাখিল পরীক্ষার ফলাফলে ঝিনাইদহ কালিগন্জ এিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাংগা দাখিল মাদ্রাসার অভাবনীয় সফলতা অর্জন করেছে। জানা যায়, ওই মাদ্রাসা থেকে ২৩জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগগ্রণ করে। এর মধ্যে সবাই পাস করেছে । পাশের হার ১০০%।
মাদ্রাসাটি কালিগন্জ উপজেলার এিলোচনপুর ইউনিয়নে অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত। মাদ্রাসাটির সুপার মাওলানা মোঃ আতিয়ার রহমান সুষ্ঠুভাবে পরিচালনার পাশা পাশি ব্যাপক তদারকীর কারণে মাদ্রাসাটির প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল এবং সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
অএ মাদ্রাসা সভাপতি মোঃ আক্তারুজ্জামান
জানান, ঝিনাইদহ কালিগন্জ বালিয়াডাংগা দাখিল মাদ্রাসার শিক্ষক- কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সকলের প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বালিয়াডাংগা দাখিল মাদ্রাসার এই অভাবনীয় সফলতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন বলে অনেকেই জানিয়েছে।