আব্দুল বারী- গাজীপুর।
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি ও বাসন মেট্রো থানা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি- সাংবাদিক এম কাজল খান এর "মা" আজ ০১ লা জুলাই-২০২৪ ইং রোজ সোমবার ভোরে তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল সাংবাদিক ভাই ও বোন সহ সমগ্র দেশবাসীর কাছে তিনি তার মায়ের জন্য দোয়া কামনা করেন। মহান আল্লাহপাক যেন মরহুমা'কে জান্নাতবাসী করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ১০৯ (একশত নয়)বছর।
মরহুমা'র নামাজে জানাজা নরসিংদী, শ্রীরামপুর বাজার, মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা ও মসজিদ মাঠে আজ বাদ আছর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নরসিংদী রায়পুরা পৌরসভা ৭-নং ওয়ার্ডে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মা আমাদের পরম স্নেহ মায়া দিয়ে আমাদেরকে লালন পালন করেন। পৃথিবীতে মায়ের সাথে কোন কিছুর তুলনা হয় না। মা- বাবার কোনো বিকল্প হয় না। তাদের হারানোর শোক কখনোই ভোলা যায় না। এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপন হচ্ছে মা। মা মারা গেলে মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয়না। মৃত্যু যন্ত্রনা যত কঠিন ঠিক তেমনিই কঠিন হচ্ছে মা হারানো বেদনা।
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের পরম ভালোবাসা কখনো বদলাবার নয়। একজন মা মারা গেলে সেই ভালবাসার অপূর্ণতা রয়েই যায়। মহান আল্লাহ তায়ালা যেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক এম কাজল খানকে মা হারানোর শোক সহ্য করার তৈফিক দান করেন, আমিন।
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি'র যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ভোরের কন্ঠের- সম্পাদক ও প্রকাশক মো: আব্দুল বারী এর পক্ষ থেকে এম কাজল খান সাহেবের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সম্পাদকঃ মোঃ আব্দুল বারী।
© ভোরের কন্ঠ - ২০২৪